ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বড়াইগ্রামে বাসের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, এপ্রিল ২৩, ২০১৯
বড়াইগ্রামে বাসের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাসের ধাক্কায় শ্রীপদ সরকার (৬০) নামে এক অটোভ্যানের যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত শ্রীপদ সরকার উপজেলার হারোয়া গ্রামের খ্রীস্টান পল্লীর সন্তোষ সরকারের ছেলে।

তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. সারোয়ার হোসেন বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে একটি ব্যাটারি চালিত অটোভ্যান গ্রামীণ সড়ক থেকে মহাসড়কে উঠছিলো। এ সময় যাত্রীবাহী একটি বাস অটোভ্যানকে ধাক্কা দিলে তিনজন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত শ্রীপদ সরকার দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।