ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সলঙ্গায় কাভার্ড ভ্যান উল্টে পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪২, এপ্রিল ২৩, ২০১৯
সলঙ্গায় কাভার্ড ভ্যান উল্টে পথচারী নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে আব্দুর রহিম মণ্ডল (৪০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ফুলজোড় ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহিম আলোকদিয়ার গ্রামের হযরত আলী মণ্ডলের ছেলে।

 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে বলেন, সকালে ফুলজোড় ডিগ্রি কলেজের সামনে মহাসড়ক পার হচ্ছিলেন আব্দুর রহিম। এ সময় উত্তরবঙ্গগামী একটি কাভার্ড ভ্যান ঘটনাস্থলে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ার সময় পথচারী আব্দুর রহিম চাপা দিয়ে খাদে পড়ে যায়।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাভার্ড ভ্যানটিকে আটক করেলেও চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।  

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।