ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বিএনপির নির্বাচিতদের শপথ নেওয়ার আহবান ডেপুটি স্পিকারের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২৪, এপ্রিল ২৩, ২০১৯
বিএনপির নির্বাচিতদের শপথ নেওয়ার আহবান ডেপুটি স্পিকারের বক্তব্য রাখছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। ছবি: বাংলানিউজ

গাইবান্ধা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে  নির্বাচিতদের শপথ নেওয়ার আহবান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি।

সোমবার (২২ এপ্রিল) বিকেলে গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া স্টেশন চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে তিনি এ আহবান জানান।

তিনি বলেন, সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিতরা এখন পর্যন্ত কেন শপথ নেননি তা আমার বোধগম্য নয়।

তারা শপথ নিয়ে সংসদে যোগদান করে নিজ নিজ এলাকার মানুষের কথা বলবে, এ জন্যইতো মানুষ তাদের ভোট দিয়ে নির্বাচিত
করছে।

তিনি বিএনপি থেকে নির্বাচিতদের উদ্দেশ্য করে বলেন, যদি কোনো সংসদ সদস্য মনে করেন দল নেগেটিভ কথা বলছে সংসদে যেতে দিচ্ছে না। তাহলে তারা নিজেরাই ইচ্ছে করলেও শপথ গ্রহন করে সংসদে অংশগ্রহণ করতে পারেন। যেমন আপনারা
দেখেছেন সুলতান মনসুর সাহেব শপথ গ্রহন করে ইতোমধ্যে সংসদে অংশগ্রহণ করেছেন।

পর পর দুবার ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় এ সংবর্ধনা  অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাঘাটা উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকেও সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগসহ এর অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।