ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ভৈরবে নবজাতকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২৭, এপ্রিল ২৩, ২০১৯
ভৈরবে নবজাতকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ময়লার ভাগাড়ে ফেলে রাখা কার্টনের ভেতর থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২২ এপ্রিল) বিকেলে ভৈরবের কমলপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভৈরব থানার পরিদর্শক (ওসি,তদন্ত) মো. বাহালুল খান বাহার বাংলানিউজকে জানান, কমলপুর বাসস্ট্যান্ড এলাকার ময়লার ভাগাড়ে ফেলে রাখা একটি কার্টনের মধ্যে একটি নবজাতকের মরদেহ পড়ে ছিলো।

 

স্থানীয়রা এ খবর পুলিশকে জানালে সেখানে গিয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।  
ময়নাতদন্তের জন্য মরদেহটি মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ০০২৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।