সোমবার ( ২২ এপ্রিল) সকালে শৈলকুপা উপজেলার ভাইট বাজারে মহাসড়কে উপর সোনিয়ার মরদেহ রেখে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে।
নিহতের পরিবার অভিযোগ করে জানান, এক বছর আগে প্রেমের সর্ম্পকের মাধ্যমে উপজেলার গোয়াল খালি গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে সোনিয়ার বিয়ে হয় একই গ্রামের বাদশা হোসেনের ছেলে সজিবের সঙ্গে।
এ ঘটনায় পরিবারের লোকজন থানায় হত্যা মামলা দিতে গেলে পুলিশ মামলা গ্রহণ না করে অপমৃত্যু মামলা রেকর্ড করে। এর প্রতিবাদে সোমবার সকালে মহাসড়কে মরদেহ রেখে অবরোধ করে তার স্বজনরা।
ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার শৈলকুপা সার্কেল তারেক আল মেহেদি বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি। এ ঘটনায় থানায় মামলা ও দোষীদের গ্রেফতারে পুলিশের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৯
এএটি