ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মরদেহ নিয়ে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩০, এপ্রিল ২২, ২০১৯
মরদেহ নিয়ে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক করেছেন নিহতের স্বজনরা। ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এক গৃহবধূ হত্যার অভিযোগ ও থানায় মামলা না নেওয়ার প্রতিবাদে মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ করেছে নিহতের স্বজনরা।

সোমবার ( ২২ এপ্রিল) সকালে শৈলকুপা উপজেলার ভাইট বাজারে মহাসড়কে উপর সোনিয়ার মরদেহ রেখে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে।

নিহতের পরিবার অভিযোগ করে জানান, এক বছর আগে প্রেমের সর্ম্পকের মাধ্যমে উপজেলার গোয়াল খালি গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে সোনিয়ার বিয়ে হয় একই গ্রামের বাদশা হোসেনের ছেলে সজিবের সঙ্গে।

বিয়ের পর থেকে সোনিয়াকে বিভিন্ন সময় নির্যাতন করে আসছিলো শ্বশুরবাড়ির লোকজন। এরই জের ধরে রোববার (২১ এপ্রিল) সকালে সোনিয়াকে হত্যা করে গলায় ওড়না দিয়ে ঘরে ঝুলিয়ে রেখে ঘরে তালা দিয়ে পালিয়ে যায় পরিবারের লোকজন। খবর পেয়ে নিহতের বাবা-মা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় পরিবারের লোকজন থানায় হত্যা মামলা দিতে গেলে পুলিশ মামলা গ্রহণ না করে অপমৃত্যু মামলা রেকর্ড করে। এর প্রতিবাদে সোমবার সকালে মহাসড়কে মরদেহ রেখে অবরোধ করে তার স্বজনরা।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার শৈলকুপা সার্কেল তারেক আল মেহেদি বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি। এ ঘটনায় থানায় মামলা ও দোষীদের গ্রেফতারে পুলিশের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।