ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

আইওএম উপ-মহাপরিচালক পদে লড়বেন শহীদুল হক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৩, এপ্রিল ১৩, ২০১৯
আইওএম উপ-মহাপরিচালক পদে লড়বেন শহীদুল হক পররাষ্ট্র সচিব এম শহীদুল হক, ফাইল ফটো

ঢাকা: পররাষ্ট্র সচিব এম শহীদুল হক জাতিসংঘের বৈশ্বিক অভিবাসন সংস্থার (আইওএম) উপ-মহাপরিচালক পদে নির্বাচন করতে চলেছেন। এ লক্ষ্যে তিনি কূটনীতিকদের সহায়তাও চেয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আইওএম’র দ্বিতীয় শীর্ষ পদে নির্বাচনের লক্ষ্যে  প্রস্তুতি নিয়েছেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। এ লক্ষ্যে শনিবার (১৩ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি।

সেখানে আইওএম’র এই পদে নির্বাচনের জন্য কূটনীতিকদের সহায়তা চেয়েছেন।

পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এর আগে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে আইওএম’র বিভিন্ন পদে কাজ করেছেন। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন তিনি। সে কারণে আইওএম’র সদস্য দেশগুলোর কাছে তিনি সুপরিচিত।

আগামী ২১ জুন আইওএম’র এই নির্বাচন হবে। ১৭৩টি দেশের এই সংস্থার প্রতিনিধি এতে ভোট দেবেন। তবে উপ-মহাপরিচালক পদে বাংলাদেশ ছাড়াও জর্ডান, সুদান, ইথিওপিয়া ও ফিলিপাইন লড়ছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
টিআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।