ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

দেশ ডিজিটাল হলেই দুর্নীতিমুক্ত হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৭, এপ্রিল ১৩, ২০১৯
দেশ ডিজিটাল হলেই দুর্নীতিমুক্ত হবে

মাদারীপুর: জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর ই আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে সেদিন, যেদিন আমরা বাংলাদেশকে ডিজিটাল করতে পারবো। কারণ জমির খাজনা-রেকর্ড, ইলেকট্রিক বিল, মামলার অবস্থা সব তথ্য ইন্টারনেটে আপনারা জানতে পারবেন। আর এর মাধ্যমেই ধাপে ধাপে দুর্নীতি বন্ধ হবে।

শনিবার (১৩ এপ্রিল) দুপুরে শিবচরে কৃষি সহায়তা, বিভিন্ন স্কুলে প্রজেক্টর, সাউন্ড সিস্টেম বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নূর ই আলম চৌধুরী বলেন, দেশের যেকোনো দুর্যোগ আমরা সম্মিলিতভাবে মোকাবিলা করবো।

আমাদের সরকার দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

এসময় তিনি উপজেলার বাঁশকান্দি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১২৫ পরিবারের মধ্যে নগদ অর্থ ও চাল বিতরণ করেন।

উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, নব নির্বাচিত চেয়ারম্যান সামসুদ্দিন খান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।