ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৯, এপ্রিল ১৩, ২০১৯
কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বন্ধ

মাদারীপুর: বৈরী বাতাসের কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে সব ধরনের নৌযান চলাচল। মাঝ পদ্মায় চলাচলরত ফেরি নোঙর করে রাখা হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে নৌযান চলাচল বন্ধ রাখা হয়। এর আগে বিকেল ৫টা থেকে বন্ধ রাখা হয় লঞ্চ ও স্পিডবোট।

 

বিআইডবিউটিসি’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের টার্মিনাল ইন্সপেক্টর আক্তার হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঝড়ো আবহাওয়ার কারণে বিকেল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। পরে সন্ধ্যায় ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি শুরু হলে দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয় সব ধরনের নৌযান চলাচল। এছাড়াও ঝড়ের কবলে পড়ে মাঝ পদ্মায় বিভিন্ন স্থানে নোঙর করে আছে চলাচলরত ফেরিগুলো।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯/ আপটেডেট: ১৮৩০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।