ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

প্রতিবাদী নুসরাতের নামে রাস্তা-ভবনের ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২১, এপ্রিল ১৩, ২০১৯
প্রতিবাদী নুসরাতের নামে রাস্তা-ভবনের ঘোষণা মানববন্ধনে বক্তব্য রাখছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। ছবি: বাংলানিউজ

ফেনী: নির্মম হত্যাকাণ্ডের শিকার ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসাছাত্রী ও প্রতিবাদী নুসরাত জাহান রাফির নামে তার মাদ্রাসায় একটি ভবন এবং এলাকায় একটি রাস্তা করা হবে বলে ঘোষণা দিয়েছেন জেলা-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

রোববার (১৩ এপ্রিল) দুপুরে ফেনী শহরের ট্রাংক রোড় শহীদ মিনারে ফেনী জেলা স্বেচ্ছাসেবী পরিবার আয়োজিত মানববন্ধনে একাত্বতা পোষণ করে তিনি এ ঘোষণা দেন।

তিনি আরো ঘোষণা দেন,  নুসরাত হত্যা মামলা পরিচালনার জন্য সব ধরনের খরচ তিনি বহন করবেন।

এ ঘটনায় ফেনীর সাধারণ মানুষদের প্রতিবাদে সোচ্ছার থাকার জন্যও তিনি আহ্বান জানান।

এসময় নুসরাতের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার তিনি আন্তরিকভাবে দেশপ্রধানকে ধন্যবাদ জানান।

ফেনী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অপরাধী যেই হোক তার বিচার হতে হবে।

স্বেচ্ছাসেবী সংগঠন আমরা ক’জন স্বেচ্ছাসেবক ফেনীর সহ-সভাপতি মো. সাহাব উদ্দিনের উপস্থাপনায় ও পরিচালনায় এ মানববন্ধনে উপস্থিত হয়ে আরো বক্তব্য রাখেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌর সভার কাউন্সিলর লুৎফর রহমান খোকন হাজারী, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল আমীন রিজভী, সাধারণ সম্পাদক মাইন উদ্দিন।  এছাড়াও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের প্রধান সমন্বয়ক মঞ্জিলা আক্তার মিমি, আমির হোসেন, ওসমান গণি রাসেল, সিফাত, সুমন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।   

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।