ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

রাজবাড়ীতে ট্রাকচাপায় রিকশাচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৩, এপ্রিল ১৩, ২০১৯
রাজবাড়ীতে ট্রাকচাপায় রিকশাচালক নিহত

রাজবাড়ী: রাজবাড়ী রেলগেট হাসপাতাল সড়কের সার গোডাউনের সামনে বালুভর্তি ট্রাকের চাপায় সুব্রত সরকার (৩৫) নামে এক বাক প্রতিবন্ধী রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ও রিকশায় থাকা যাত্রী ছাবিনা ইয়াসমিন (৪০) গুরুতর আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে ট্রাকের হেলপার আলাউদ্দিনকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ট্রাকটি চালকের পরিবর্তে ওই হেলপার চালাচ্ছিল বলে জানা যায়।

শনিবার (১৩ এপ্রিল) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুব্রত জেলা শহরের সজ্জনকান্দা কাহাড় পাড়া এলাকার নারায়ণ চন্দ্রের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর এলাকাবাসী ওই রিকশাচালক ও যাত্রীকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রিকশাচালক সুব্রত মারা যান।

সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক যুবায়ের বাংলানিউজকে বলেন, দুর্ঘটনায় রিকশাচালকের মাথা, ঘাড় ও মুখে প্রচণ্ড আঘাত পেয়েছেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

রাজবাড়ী সদর থানার ডিউটি অফিসার কিরণ চন্দ্র মন্ডল বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘাতক ট্রাকসহ হেলপারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তটি চলছে।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।