ঢাকা, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

মুন্সিগঞ্জে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৭, এপ্রিল ১৩, ২০১৯
মুন্সিগঞ্জে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান মুন্সিগঞ্জে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান। ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ শহরের কয়েকটি স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বিডি ক্লিন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। জেলার সরকারি হরগংগা কলেজ, মহিলা কলেজ, রামপাল কলেজ, হাজী আমজাদ আলী কলেজসহ ঢাকার শিক্ষার্থীরা এ অভিযানে অংশ নেন।

শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে শহরের মুন্সিগঞ্জ প্রেসক্লাব এলাকার আশ-পাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৪০ জন শিক্ষার্থী।

সংগঠনের সদস্য আবিদ, ইমদাদুল, জনি, আকিফুল জানান, ২৯ মার্চ (শুক্রবার) ডিসি পার্কে পরিষ্কার করা হয়।

সপ্তাহের প্রতি শুক্রবার বিভিন্ন স্থানে এই পরিষ্কার অভিযান চালানো হবে। মুন্সীগঞ্জসহ ৫৬টি জেলায় বিডি ক্লিনের পরিচ্ছন্নতা কাজ চলছে। এই সংগঠনের অনার্স ও ইন্টার পড়ুয়া শিক্ষার্থীরা স্বেচ্ছায় এই কাজ করছেন। এছাড়া জেলা শিল্পকলা একাডেমিতেও পরিষ্কার অভিযান চালনা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন আবিদ আদনান বাবলু ঢালী, আকিফুল, ইমদাদুল, জনি, অর্ণব, ইলিয়াস, জুলিয়া, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, এপ্রিল১২, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।