ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

সেই রাসেলকে কৃত্রিম পা দিচ্ছে সিআরপি

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৯, এপ্রিল ১১, ২০১৯
সেই রাসেলকে কৃত্রিম পা দিচ্ছে সিআরপি রাসেল। ফাইল ছবি

সাভার (ঢাকা): সাভারের পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) কৃত্রিম পা দিচ্ছে গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় বাম পা হারানো রাসেল সরকারকে।

বুধবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে সিআরপির কৃত্রিম অঙ্গ সংযোজন বিভাগের প্রধান মোহাম্মদ শফিক বাংলানিউজ জানান, কৃত্রিম পা সংযোজনের জন্য বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে রাসেলকে সাভারের সিআরপিতে নিয়ে আসা হবে। পরে তাকে সিআরপির পক্ষ থেকে বর্তমানে সুইজারলেন্ট ইন্টারন্যাশনাল টেকনোলজির একটি পা দেওয়া হবে।

এছাড়াও পরবর্তীতে তাকে জার্মানি প্রযুক্তির উন্নত একটি পা দেওয়ার হবে।

তিনি বলেন, রাসেলের নতুন পা সংযোজনের জন্য প্রায় ৪ সপ্তাহ সময় লেগে যাবে। এ সময়ের মধ্যে নতুন পা দিয়ে তার চলাফেরাসহ দৈনন্দিন কাজের বিষয়গুলোতেও অনুশীলন করানো হবে।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথা কাটাকাটির জেরে গ্রিন লাইন পরিবহনের বাসের চালক ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকার চালকের ওপর দিয়েই বাস উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক রাসেলের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।

বাংলাদেশে সময়: ০৬৫৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।