ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

ধর্ষণ চেষ্টা মামলায় এক ব্যক্তির কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৯, এপ্রিল ১০, ২০১৯
ধর্ষণ চেষ্টা মামলায় এক ব্যক্তির কারাদণ্ড

‌পি‌রোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টা মামলায় মো. নবী হোসেন (৫৩) নামে এক ব্য‌ক্তি‌কে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

বুধবার (১০ এ‌প্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত নবী হোসেন মঠবাড়িয়া উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের মৃত মফেজ উদ্দিনের ছেলে।

মামলা সূ‌ত্রে জানা যায়, ২০১৬ সালের ৩০ জুন বৃহস্পতিবার রাতে ওই নারীর স্বামী তার ছোট মেয়েকে নিয়ে টিকিকাটা মাদ্রাসার পাশ্ববর্তী জামাল ফরাজীর বাড়িতে দাওয়াত খেতে যান এবং বড় ছেলে পাশের বাড়িতে টিভি দেখতে যান। এসময় দণ্ডপ্রাপ্ত নবী হোসেন ঘরের নারকেল পাতার বেড়া কেটে ভেতরে প্রবেশ করে নামাজরত অবস্থায় জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। গৃহবধূ জাকিয়া নিজেকে রক্ষা করতে পাশে থাকা টেইলারিং কাজের ব্লেড দিয়ে নবী হোসেনের পুরুষাঙ্গ জখম করে। এ ঘটনায় ওই নারী পর‌দিন বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা করেন। মঠবা‌ড়িয়া থানা পু‌লিশ তদন্ত শে‌ষে আদালতে অ‌ভি‌যোগপত্র দা‌খিল ক‌রে। এরপর ‌বিচারক নয়জ‌নের সাক্ষ্য গ্রহণ শে‌ষে এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট আ. রাজ্জাক খান বাদশা এবং আসামি পক্ষে অ্যাডভোকটে ফজলুল হক মামলাটি পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।