ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

ব্যবসায়ী কামাল হোসাইন সেলিম গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৯, এপ্রিল ১০, ২০১৯
ব্যবসায়ী কামাল হোসাইন সেলিম গ্রেফতার

ঢাকা: বেসিক ব্যাংকের ৭৫ কোটি ৬৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে টেকনো ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসাইন সেলিমসহ দুজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১০ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচা থেকে ব্যবসায়ী কামাল হোসাইন সেলিম ও বেসিক ব্যাংক গুলশান শাখার সাবেক কর্মকর্তা মোহাম্মদ হেমায়েত উদ্দিন তালুকদারকে গ্রেফতার করা হয়েছে।

মহানগর দায়রা জজ আদালতে অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেডের সিনিয়র ম্যানেজার (লজিস্টিক) মশিহুর রহমান সরকারের দায়ের করা একটি ফৌজদারি বিশেষ মামলায় তাদের গ্রেফতার করা হয়।

এ মামলায় কামাল হোসাইন সেলিম ও মোহাম্মদ হেমায়েত উদ্দিন তালুকদারসহ আটজনকে আসামি করা হয়েছে।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা এর উপপরিচালক মো. ইব্রাহিম মামলাটি তদন্ত করছেন। তদন্তের স্বার্থে আসামিদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য।  

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
আরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।