ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বিজিবি-বিএসএফ’র সীমান্ত সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৫, এপ্রিল ১০, ২০১৯
পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বিজিবি-বিএসএফ’র সীমান্ত সভা

পঞ্চগড়: পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ের সীমান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১০ এপ্রিল) দুপুরে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরের হলরুমে এ সীমান্ত সভাটি অনুষ্ঠিত হয়।  

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বিএসএফ প্রতিনিধি দল বাংলাবান্ধা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি কর্মকর্তারা গার্ড অব অনারসহ তাদের ফুল দিয়ে স্বাগত জানান।

এসময় ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ শামসুল আরেফিন বিজিবির ১৪ সদস্যের প্রতিনিধি দলের এবং শিলিগুড়ি সেক্টর কমান্ডার শ্রী অজিত কুমার বিএসএফের ১৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন- পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ এরশাদুল হক, ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এসএনএম সামিনুন নবী চৌধুরী, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল কাজী আবুল কালাম আজাদ, বিএসএফের ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রী কে উমেশ, ১৫৫ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রী মনিষ চন্দ্র।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ এরশাদুল হক বাংলানিউজকে বলেন, সৌহার্দপূর্ণ এ বৈঠকে সীমান্তরক্ষীদের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে দুই দেশের সীমান্ত সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এছাড়া সীমান্তে নিরীহ বাংলাদেশীদের গুলি করে হত্যা এবং উভয় দেশের নো ম্যান্স ল্যান্ড (জিরো লাইন) এ বাংলাদেশীদের পাথর উত্তোলন, সীমান্ত চোরাচালান, মাদক, নারী শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।