ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

ফুলবাড়ীতে ফেনসিডিলসহ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৩, এপ্রিল ১০, ২০১৯
ফুলবাড়ীতে ফেনসিডিলসহ বিক্রেতা আটক ফেনসিডিলসহ আটক জাহির। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ২৪১ বোতল ফেনসিডিলসহ জাহির উদ্দীন নামে এক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। জাহির বিরামপুর উপজেলার তুসফিপাড়ার মৃত হানিফ উদ্দীনের ছেলে।

বুধবার (১০ এপ্রিল) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সোহেল রানা প্রিন্স।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে সকালে উপজেলার পাকুভাদা এলাকায় অভিযান চালিয়ে জাহিরকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে জব্দ করা হয় ২৪১ বোতল ফেনসিডিল।  

এ ব্যাপারে তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় র‌্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।