ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

সুন্দরগঞ্জে ৬টি শ্যালো মেশিন জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৪, এপ্রিল ১০, ২০১৯
সুন্দরগঞ্জে ৬টি শ্যালো মেশিন জব্দ জব্দকৃত শ্যালো মেশিন। ছবি: বাংলানিউজ

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধভাবে ভূ-গর্ভস্থ থেকে বালু উত্তোলন করার দায়ে পাম্পসহ ৬টি শ্যালো মেশিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে  উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোলেমান আলী এ অভিযান পলিচালনা করেন।

মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে সাড়ে ৮টায় নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী বিষয়টি নিশ্চিত করে
বাংলানিউজকে জানান, উপজেলার একাধিক পয়েন্টে বালু ব্যবসায়ীরা গোপনে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন।

খবর পেয়ে অভিযান চালিয়ে বালু উত্তোলন কাজে নিয়োজিত পাম্পসহ ৬টি মেশিন জব্দ করা হয়।

এর মধ্যে উপজেলার সোনারায় গ্রাম থেকে ৩টি এবং স্কুলের বাজার সংলগ্ন বালাটারী গ্রাম থেকে ৩টি শ্যালো মেশিন জব্দ করা হয়। এসময় পাম্প চালক ও মালিকরা পালিয়ে যান।

এছাড়া নলডাঙ্গা বাজারে মেলার নামে লটারির মাইকিং করার অপরাধে একটি মাইক জব্দ করা হয়। এসময় মাইক অপারেটর নলডাঙ্গার দামোদরপুর গ্রামের গোলাম হোসন ও একই গ্রামের অটোবাইক চালক মাইদুল ইসলামের কাছ থেকে ২শ’ টাকা জরিমানা আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।