ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

কালীজিরা নদীর উপর ভেঙে পড়া সেতুটি ৩ বছরেও মেরামত হয়নি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫২, এপ্রিল ৯, ২০১৯
কালীজিরা নদীর উপর ভেঙে পড়া সেতুটি ৩ বছরেও মেরামত হয়নি কালীজিরা নদীর উপর ভেঙে পড়া সেতু

বরিশাল: কালীজিরা নদীর উপর ভেঙে পড়া সেতুটি তিন বছরেও অপসারণ কিংবা মেরামত করা হয়নি। ফলে চরম দুর্ভোগে পড়েছেন জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ও ঝালকাঠী সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের লক্ষাধিক বাসিন্দা।

উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সরদার মো. সোহেল জানান, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর উজিরপুর উপজেলার সঙ্গে ঝালকাঠীর সদর উপজেলার জনসাধারণের সহজে যাতায়াতের জন্য উজিরপুর ও ঝালকাঠীর মধ্য দিয়ে প্রবাহিত কালীজিরা নদীর উপর (পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে) সেতু নির্মাণ করা হয়।  

তিনি আরও জানান, তিন বছর আগে একদিন রাতে নদী দিয়ে চলাচলকারী একটি কার্গোর ধাক্কায় ব্রিজের মাঝের অংশ নদীর মধ্যে ভেঙে পড়লেও ব্রিজটি মেরামত কিংবা ভাঙা অংশ এখনও অপসারণে পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

ফলে উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের সীমান্তবর্তী পঞ্চগ্রাম ও ঝালকাঠী সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের লক্ষাধিক বাসিন্দার যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

গাভারামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা শেরওয়ানি জনদুর্ভোগের কথা স্বীকার করে বলেন, ভেঙে পড়া জনগুরুত্বপূর্ণ সেতুটি মেরামত ও ভাঙা অংশ অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও আজ পর্যন্ত তারা কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।  

এ ব্যাপারে ঝালকাঠী সদর উপজেলার নির্বাহী প্রকৌশলী লুৎফর রহমান বলেন, ব্রিজটি মেরামত ও ভাঙা অংশ অপসারণের জন্য কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।