ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

ভিয়েতনামে শুভেচ্ছা সফরে নৌবাহিনীর জাহাজ প্রত্যয়

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৩, এপ্রিল ৯, ২০১৯
ভিয়েতনামে শুভেচ্ছা সফরে নৌবাহিনীর জাহাজ প্রত্যয় ভিয়েতনামে নৌবাহিনীর জাহাজ প্রত্যয়

ঢাকা: বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিএনএস প্রত্যয়’ শুভেচ্ছা সফরের অংশ হিসেবে মঙ্গলবার (৯ এপ্রিল) ভিয়েতনামের হোচিমিন শহরের সায়গন বন্দরে পৌঁছেছে। বাংলাদেশের কোনো নৌবাহিনী জাহাজের এটাই প্রথম ভিয়েতনামে শুভেচ্ছা সফর।

ভিয়েতনামের বাংলাদেশ দূতাবাস জানায়, ভিয়েতনাম কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিএনএস প্রত্যয়কে স্বাগত জানায়। বিএনএস প্রত্যয়ের কমান্ডিং অফিসার মির্জা মো. মেহেদী হাসানের নেতৃত্বে নৌবাহিনীর ২৩ জন অফিসার ও ১১৬ জন নাবিক ছিলেন এ সফরে।

ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ ও দূতাবাসের অন্য কর্মকর্তারা সায়গন বন্দরে উপস্থিত থেকে বিএনএস প্রত্যয়কে স্বাগত জানান। এসময় ভিয়েতনাম নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের (হো চি মিন সিটির) কর্মকর্তা, পিপলস কমিটির প্রতিনিধি ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

রাষ্ট্রদূত সামিনা নাজ শুভেচ্ছা বক্তব্যে বলেন, এই সফর বিনিময়ের ফলে দু’দেশের মধ্যে এক নতুন দিগন্তের সূচনা হলো। এই সফরের মাধ্যমে  দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তথা দু’দেশের সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও গভীরতর হবে।  

ভিয়েতনামের মিডিয়ায় এ সফর গুরুত্ব সহকারে প্রচারিত হয়।

নৌবাহিনীর জাহাজ প্রত্যয়ের কমান্ডিং অফিসার ও সিনিয়র প্রতিনিধি এবং দূতাবাসের প্রতিনিধিরা ভিয়েতনামের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। ১১ এপ্রিল ভিয়েতনাম বন্দর ছেড়ে যাবে প্রত্যয়।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।