ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৩, এপ্রিল ৯, ২০১৯
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ফাইল ছবি

মানিকগঞ্জ: বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (০৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের বাণিজ্য বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার নাসির মোহাম্মদ চৌধুরী বাংলানিউজকে জানান, ঝড়ো আবহাওয়ায় নৌরুটে দুর্ঘটনা এড়াতে সামায়িকভাবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
কেএসএইচ/আরআইএস/         

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।