ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

জিএমপিতে যোগ দিলেন কমিশনার আনোয়ার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৮, এপ্রিল ৯, ২০১৯
জিএমপিতে যোগ দিলেন কমিশনার আনোয়ার 

গাজীপুর: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে যোগ দিয়েছেন আনোয়ার হোসেন। মঙ্গলবার (০৯ এপ্রিল) সকাল ১০টার দিকে নিজ কর্মস্থলে যোগ দেন তিনি। 

জিএমপির অতিরিক্ত কমিশনার আজাদ মিয়া জানান, সকাল ১০টার দিকে (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে আনোয়ার হোসেন যোগদান করেছেন। এর আগে তিনি পুলিশ অধিদপ্তরে ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন।

 

জানা গেছে, ১৯৯৮ সালে পুলিশে যোগদান করা আনোয়ার হোসেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দেওয়াটি গ্রামের মো. আশরাফ হোসেন মঞ্জু মিয়ার ছেলে।  

এর আগে গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পুলিশ অধিদপ্তরের ডিআইজি আনোয়ার হোসেনকে জিএমপির কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়। আর জিএমপির কমিশনার ওয়াই এম বেলালুর রহমানকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
আরএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।