ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

কুমিল্লা ইপিজেডে কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৫, এপ্রিল ৯, ২০১৯
কুমিল্লা ইপিজেডে কারখানার আগুন নিয়ন্ত্রণে কুমিল্লা ইপিজেডে আগুন

কুমিল্লা: কুমিল্লা এক্সপোর্ট প্রসেসিং জোনের (ইপিজেড) আর এন টেক্সটাইল অ্যান্ড কেমিক্যাল কোম্পানির সুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

দীর্ঘ ৯ ঘণ্টা চেষ্টার পর মঙ্গলবার (৯ এপ্রিল) কারখানার আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। বিকেলে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটির সোশ্যাল কাউন্সিলর সোহেল মিয়া বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার রাত ৯টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ শুরু করে। পরে শহরের চৌয়ারা বাজার, কুমিল্লা ফায়ার সার্ভিস ও চৌদ্দগ্রাম থেকে আরও ১২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার কর্মীদের দীর্ঘ ৯ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে সোমবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা ইপিজেডের আরএন স্পিনিং মিলসে আগুন লাগে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।