ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

গোপালগঞ্জে দইয়ের ওজনে কারচুপি করায় জরিমানা  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩১, এপ্রিল ৯, ২০১৯
গোপালগঞ্জে দইয়ের ওজনে কারচুপি করায় জরিমানা   ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জে মিষ্টির দোকানে দইয়ের ভাড়ে এক কেজির স্থলে থাকে মাত্র ৫শ’৬৫ গ্রাম।বাকি ৪শ’৩৫ গ্রামই চুরি।অভিনব এই দই চুরির ঘটনা দীর্ঘদিন ধরে করে যাচ্ছিল জেলা শহরের সাতক্ষীরা ঘোষ ডেয়ারি নামের একটি মিষ্টির দোকান কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গোপালগঞ্জ-এর সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে জেলা শহরের বঙ্গবন্ধু সড়ক ও বেদগ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়।

এ সময় শহরের বঙ্গবন্ধু সড়কের সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে দই ওজনে কম দেয়ায় ৮ হাজার টাকা এবং বেদগ্রাম এলাকার মেসার্স সুরভিত স্টোরকে লাইসেন্স বিহীন গ্যাস সিলিন্ডার রাখার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গোপালগঞ্জ-এর সহকারী পরিচালক শামীম হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, জনস্বার্থে নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে।

এ সময় জেলা বাজার কর্মকর্তা মো. আরিফ হোসেন তার সঙ্গে ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬০৫, এপ্রিল ০৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।