ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

দক্ষিণ আফ্রিকায় নিহত যুবকের মরদেহ আসছে বিকেলে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩০, এপ্রিল ৯, ২০১৯
দক্ষিণ আফ্রিকায় নিহত যুবকের মরদেহ আসছে বিকেলে

সিলেট: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত সিলেটের বাসিন্দা দুলাল আহমদের (৪০) মরদেহ মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে দেশে আসছে।

বিকেল ৫টায় এমিরাটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছার কথা রয়েছে। এরপর সড়ক পথে মরদেহ সিলেটে নেওয়া হবে।

 
 
নিহতের ছোট ভাই রোটারিয়ান রাজু আহমেদ বাংলানিউজকে বলেন, বুধবার (১০ এপ্রিল) বাদ যোহর মাছিমপুর জামে মসজিদে নিহতের জানাজা সম্পন্ন হবে।  

এর আগে শুক্রবার (৫ এপ্রিল) বাদ জুমা দক্ষিণ আফ্রিকার একটি মসজিদে তার নামাজের নামাজ অনুষ্ঠিত হয়। এতে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ মুসল্লিরা অংশ নেন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।
 
মঙ্গলবার (২ এপ্রিল) দক্ষিণ আফ্রিকার ফ্রাইবার খাইসানা সিটিতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হন দুলাল। তিনি সিলেট শহরের ২৩ নম্বর ওয়ার্ডের মাছিমপুর এলাকার মৃত সিদ্দিক আলী ওরফে কুটি মিয়ার ছেলে। বর্তমানে সদর উপজেলার টুকেরবাজার সংলগ্ন গ্রিন হাউজের বাসিন্দা। ছয় ভাই ও তিন বোনের মধ্যে দুলাল ছিলেন তৃতীয়। দুলাল দক্ষিণ আফ্রিকায় নিজের ব্যবসা পরিচালনা করতেন।
 
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৯
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।