ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

সোনাগাজীতে বজ্রপাতে জেলের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৩, এপ্রিল ৯, ২০১৯
সোনাগাজীতে বজ্রপাতে জেলের মৃত্যু 

ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলায় বজ্রপাতে রঞ্জন জল দাস (১৯) নামে এক জেলের মৃত্যু হয়েছে। 

সোমবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার দক্ষিণ পূর্ব চরচান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রঞ্জন উপজেলার দক্ষিণ পূর্ব চরচান্দিয়া গ্রামের কৃষ্ণ ধন জল দাসের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে জীবিকার তাগিদে রঞ্জন নদীতে মাছ ধরতে যান।  দুপুর ১২টার দিকে  হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পারিবারিক শশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

রঞ্জনের মৃত্যুতে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ পূর্ব চরচান্দিয়া গ্রামে শোকের ছায়া নেমে আসে।  

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
এসএইচডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।