ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

ইবতেদায়ি শিক্ষকদের ধর্মঘট প্রত্যাহার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০০, এপ্রিল ৯, ২০১৯
ইবতেদায়ি শিক্ষকদের ধর্মঘট প্রত্যাহার  সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে ইবতেদায়ি শিক্ষকদের সাক্ষাৎ

ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আশ্বাসে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতি ধর্মঘট প্রত্যাহার করেছে।

সোমবার (৮ এপ্রিল) বিকেল ৪টায় সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সাক্ষাতের পর তারা অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে নেয়।  

এ বিষয়ে শিক্ষক সমিতির মহাসচিব তাজুল ইসলাম ফরাজি বলেন, শিক্ষামন্ত্রী আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন।

তিনি বলেছেন আপনারা ধর্মঘট প্রত্যাহার করে নিন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আপনাদের আশা পূরণের ব্যবস্থা করবো। আপনারা একটু ধৈর্যধারণ করে আমার উপরে বিশ্বাস রাখেন।  

গত ১ এপ্রিল থেকে  বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক  সমিতি রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ করার দাবিসহ আরও বেশকিছু দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান ধর্মঘট পালন করে আসছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫৫, এপ্রিল ০৮, ২০১৯    
আরকেআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।