ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

মালয়েশিয়ায় দুর্ঘটনায় নিহতদের মধ্যে চাঁদপুরের ২ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৮, এপ্রিল ৮, ২০১৯
মালয়েশিয়ায় দুর্ঘটনায় নিহতদের মধ্যে চাঁদপুরের ২ জন

চাঁদপুর: মালেয়শিয়ার কুয়ালালামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশির মধ্যে দুইজনের বাড়ি চাঁদপুরে। 

এরমধ্যে, জেলার হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের দেবীপুর গ্রামের বসির মেম্বারের বাড়ির আনোয়ার হোসেনের ছেলে মো. সোহেল (২৪) ও ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চরভাগল গ্রামের মাওলানা আমির হোসেনের ছেলে আল আমিন (২৫)। তারা দুইজনেই সাতমাস আগে কোম্পানির ভিসায় জীবিকার সন্ধানে মালয়েশিয়া যান।

ফরিদগঞ্জের নিহত আল আমিন তিন ভাইয়ের মধ্যে সবার বড়। মাত্র ৭ মাস আগে পাশের বাড়ির মিলন গাজীর ছেলে রাসেলের সঙ্গে আল আমিন জীবিকার সন্ধানে মালেয়শিয়ার কুয়ালালামপুরে যান।

অপরদিকে, হাজীগঞ্জের দেবীপুর গ্রামের মো. সোহেল একভাই ও চার বোনের মধ্যে তিনি দ্বিতীয়। সেও মাত্র সাত মাস আগে মালয়েশিয়ার কুয়ালালামপুরে জীবিকার সন্ধানে পাড়ি জমান।

রোববার (০৭ এপ্রিল) রাতে দুর্ঘটনার পর সোমবার (০৮ এপ্রিল) সকালে আল আমিন ও সোহেলের বাড়িতে মৃত্যুর সংবাদ পৌঁছে।  

এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। আশপাশের প্রতিবেশিরা তাদের সান্তনা দিতে ছুটে আসেন। পুরো এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, মালেয়শিয়ার রাজধানী কুয়ালালামপুর বিমানবন্দরের কাছের একটি সড়কে বাংলাদেশিসহ আরও কয়েকটি দেশের শ্রমিকরা কর্মস্থলে যাওয়ার পথে বাস দুর্ঘটনার শিকার হয়। এ সময় পাঁচ বাংলাদেশিসহ ১১ জন নিহত হয়। এতে আরও বেশ কয়েকজন আহত হয়।

তবে মালয়েশিয়া কমিউনিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাউসার হামিদ হান্নান বাংলানিউজকে বলেন, আমরা মৃত দুইজনের পরিচয় সনাক্ত করতে পেরেছি। এ ঘটনায় আরও কয়েজন বাংলাদেশি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে মহিন (২৬) নামে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।