ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

সুনামগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৯, এপ্রিল ৮, ২০১৯
সুনামগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর উপজেলায় বজ্রপাতে আব্দুল আওয়াল (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (০৮ এপ্রিল) বিকেলে উপজেলার কাঠরই ইউনিয়নের কলাইয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আওয়াল কাঠরই ইউনিয়নের কলাইয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, বিকেলে কলাইয়া গ্রামে নিজ বেগুন ক্ষেতে কাজ করছিলেন আব্দুল আওয়াল। এসময় বজ্রপাতের আঘাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদউল্লাহ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।