র্যাব হেফাজতে আটক ট্রাক চালক ও হেলপার।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুর এলাকা থেকে এক হাজার ৯৪০ পিস ইয়াবাসহ ট্রাক চালক ও হেলপারকে আটক করছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
সোমবার (৮ এপ্রিল) বিকেলে র্যাব-১১ থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রোববার (৭ এপ্রিল) রাতে র্যাব-১১ সদস্য চেক পোস্ট বসিয়ে একটি ট্রাক থামানোর সংকেত দেন।
এ সময় ট্রাকটি থামিয়ে চালক ও হেলপার দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে দুজনকে আটকের পর তাদের দেহ তল্লাশি করে এক হাজার ৯৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকরা হলেন- ট্রাক চালক মো. তুহিন ইসলাম সরদার ওরফে ফকির আলী (২৩) ও হেলপার মো. সবুজ মন্ডল (২০)।
আটকরা চট্টগ্রাম থেকে ট্রাকে করে বিভিন্ন পণ্যর আড়ালে মূলত ইয়াবা এনে বগুড়ার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।