ঢাকা, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট কমছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৭, মার্চ ১৫, ২০১৯
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট কমছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শিমরাইল মোড় থেকে শুরু করে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত সৃষ্ট দীর্ঘ যানজট ধীরে ধীরে কমতে শুরু করেছে। থেমে থেমে গাড়ি চলছে এবং গাড়ির চাপও অনেক কমে আসছে। সকাল থেকেই সৃষ্ট এ যানজটে হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়েছেন।

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে এ যানজট ভয়াবহ আকার ধারণ করে। বিকেলের পর থেকেই যানজট ধীরে ধীরে কমতে শুরু করেছে।

 

সকাল থেকে যানজট শিমরাইল মোড় থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত ব্যাপক আকার ধারণ করেছিল। যানজট নিয়ন্ত্রণে সকাল থেকে ট্রাফিক পুলিশের পাশাপাশি পুলিশ সদস্যরাও সহায়তা করে।

জেলা ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) মোল্যা তাসনিম হোসেন জানান, একসঙ্গে তিনদিনের ছুটিতে অনেকেই গ্রামের বাড়ি ফিরছেন তাই যানবাহনের চাপ বেশি থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এর মধ্যে মেঘনা ব্রিজে একটি যান নষ্ট হওয়ায় রাত থেকেই এ জটের সৃষ্টি হয়। এখন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে।  

**ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।