ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

আগৈলঝাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৮, মার্চ ১৫, ২০১৯
আগৈলঝাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। 

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে উপজেলার রত্মপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের সাইফুল ইসলাম দিপুর ছেলে নাফি ইসলাম (২) খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পুকুরে পড়ে যায়।

বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজা-খুঁজির পর পুকুর থেকে নাফিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে।

পরে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. বখতিয়ার আল মামুন তাকে মৃত ঘোষণা করেন।  

শিশুটির মৃত্যুতে তার পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
এমএস/এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।