ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

ফতুল্লায় বাসচাপায় রিকশাচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৫, মার্চ ১৫, ২০১৯
ফতুল্লায় বাসচাপায় রিকশাচালক নিহত প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে আনন্দ পরিবহনের যাত্রীবাহী বাসের চাপায় কামাল হোসেন (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকালে পুরাতন সড়কের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় নৌবাহিনী ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা বাসসহ চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

 

নিহত কামাল ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। কামাল বরগুনা জেলার আমতলী থানার চন্দ্র গ্রামের শাহজাহানের ছেলে। ফতুল্লার আলীগঞ্জের কাজিপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি স্থানীয় মাসুদের অটোরিকশা ভাড়ায় চালাতেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের বাংলানিউজকে বলেন, ঢাকাগামী বাসটি (ঢাকা মেট্রো- ব ১১-৪০৪২) রিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক কামাল হোসেন নিহত হন। এসময় স্থানীয়রা বাসসহ বাসের চালক রবিউল আউয়ালকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।  

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।