ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালে ডিপিএড প্রশিক্ষণার্থীদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৯, মার্চ ১৪, ২০১৯
বরিশালে ডিপিএড প্রশিক্ষণার্থীদের মানববন্ধন মানববন্ধন, ছবি: বাংলানিউজ

বরিশাল: পাঁচ দফা দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পিটিআই ২০১৯-২০ শিক্ষাবর্ষের ডিপিএড প্রশিক্ষণার্থীরা (সহকারী শিক্ষক)।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে বরিশালের সাগরদী এলাকার পিটিআই ক্যাম্পাসে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সাগরদী পিটিআই প্রশিক্ষণার্থী সংসদের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মো. জহিরুল ইসলাম জাফর।

মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের অভ্যন্তরে কোনো গ্রেড বৈষম্য রাখেননি। কিন্তু বর্তমানে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। তাই প্রাথমিক সহকারী শিক্ষকদের বৈষম্য দূর করাসহ ৫ দফা দাবি মেনে নেওয়ার দাবি জানান বক্তারা।

দাবিগুলো-প্রধান শিক্ষকদের পরের ধাপেই সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণ করা, সহকারী প্রধান শিক্ষক পদ বাতিল করা, শতভাগ পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া ও ডিপিএড/সি-ইন-এড/বিএড প্রশিক্ষণপ্রাপ্তসহ উন্নত স্কেলে শিক্ষকদের উচ্চতর ধাপে বেতন নির্ধারণ করার দাবি জানান শিক্ষকরা।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক নেতা মো. শহিদুল্লাহ খান, মো. মনিরুজ্জামান, স্বপন কুমার দাস, হাসানাত ইব্রাহিম, মো. মাহতাব হোসেন, সুজন চন্দ্র মজুমদার, উত্তম কুমার, মো.শফিকুল ইসলাম, জেসিকা স্বর্ণা, জলিল বেপারি, মো. এনায়েত হোসেন, নিনা আক্তার প্রমুখ।

বাংলা‌দেশ সময়: ১৫১৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।