ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

সিলেটে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২০, মার্চ ১৪, ২০১৯
সিলেটে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

সিলেট: সিলেটের সীমান্তবর্তী উপজেলা কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় আমির উদ্দিন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

টাকার হিসাব নিকাশের জেরে বুধবার (১৩ মার্চ) রাতে উপজেলার গোয়ালজুড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমির উদ্দিন উপজেলার ৮ নম্বর ঝিঙ্গাবাড়ী ইউপির বাখাইরপার গ্রামের মৃত মকরব আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, এদিন রাত পৌনে ৮টার দিকে জল-মহালের টাকার হিসাব-নিকাশ নিয়ে গোয়ালজুর গ্রামের আব্দুল লতিফ ও ফখরচটি গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের হামলায় আব্দুল লতিফ  পক্ষের  আমির উদ্দিন ঘটনাস্থলে প্রাণ হারান। এসময় আহত হয়েছেন উভয়পক্ষের বেশ কয়েকজন।
 
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহত আমির উদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪২০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
এনইউ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।