ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

স্বামীকে মারধরের অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৮, মার্চ ১৩, ২০১৯
স্বামীকে মারধরের অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ: ময়মনসিংহে স্ত্রীর দায়ের করা মামলায় আদালতে হাজিরা দিতে এসে মারধরে শিকারের অভিযোগে মামলা করেছেন স্বামী মোর্শেদ আলী।

বুধবার (১৩ মার্চ) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী স্বামী।  

মামলায় স্ত্রী রিপা আক্তারসহ তিনজনকে আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন- শ্বশুর জয়নাল আবেদীন ও শাশুড়ি জোসনা বেগম।  

ভুক্তভোগী মোর্শেদ আলীর আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান বাংলানিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, গত ১১ মার্চ স্ত্রী রিপা আক্তারের দায়ের করা একটি মামলায় হাজিরা দিতে আদালতে আসেন রিপার স্বামী মোর্শেদ আলী। ওইদিন দুপুরে মোর্শেদকে আদালত এলাকায় একা পেয়ে মারধর করে আহত করেন স্ত্রী রিপাসহ অন্যরা। এ সময় মোর্শেদের কাছে থাকা একটি মোবাইল ফোন ও নগদ ২৯ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
  
তিনি আরও জানান, জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে কোর্ট পরিদর্শককে ঘটনা তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।