ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

২২ পলিথিন কারখানাকে ২৬ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৫, মার্চ ১৩, ২০১৯
২২ পলিথিন কারখানাকে ২৬ লাখ টাকা জরিমানা একটি অবৈধ পলিথিন কারখানা

ঢাকা: আইন অমান্য করে নিষিদ্ধ পলিথিন তৈরি করায় রাজধানীর সোয়ারিঘাট এলাকার ২২টি কারখানাকে ২৬ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ মার্চ) দুপুরে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে সোয়ারিঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

সারওয়ার আলম জানান, সোয়ারিঘাট এলাকার ২২টি নিষিদ্ধ পলিথিন তৈরি কারখানার বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

এ অপরাধে কারখানাগুলোকে মোট জরিমানা করা হয়েছে ২৬ লাখ টাকা।

এসময় ৮৫ টন পলিথিন ও পলিথিন তৈরির বিভিন্ন উপাদান জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।