ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালে ট্রাফিক আইন বিষয়ক আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৯, মার্চ ১৩, ২০১৯
বরিশালে ট্রাফিক আইন বিষয়ক আলোচনা সভা আলোচনা-সভা, ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে ট্রাফিক আইন, সড়কের শৃঙ্খলা ও রিকশা চালকদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মার্চ) বেলা ১১ টায় নগরের অশ্বিনী কুমার হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর রিকশা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন এ সভার আয়োজন করে।

সংগঠনের নেতা মো. জাহাঙ্গীর হোসেন দিদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নগর ট্রাফিক বিভাগের পরিদর্শক আ. রহিম, শ্রমিকফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব বুলবুল, বরিশাল জেলা বাসদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমন, সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী ও নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল সভাপতি আবুল হাসেম মাস্টার প্রমুখ।

আলোচনা সভায় রিকশা চালকদের নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং সড়কে দুর্ঘটনা ও বিশৃঙ্খলা রোধে নানা পরামর্শ দেওয়া হয়।

বাংলা‌দেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।