ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

সিরাজগঞ্জ মহাসড়কে যানজট, বাড়ছে যাত্রী দুর্ভোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৮, মার্চ ১৩, ২০১৯
সিরাজগঞ্জ মহাসড়কে যানজট, বাড়ছে যাত্রী দুর্ভোগ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ও হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে দফায় দফায় যানজটের কারণে যাত্রীদের দুর্ভোগ বেড়েই চলেছে। সড়ক ও জনপথ বিভাগের সংস্কার কাজ চলমান থাকায় মহাসড়কের অন্তত ২০ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে চলছে যানজট।

বুধবার (১২ মার্চ) সকালের দিকে থেমে থেমে যানজট থাকলেও বিকেলে ৩টার পর থেকে এর তীব্রতা বাড়ে যায়।

হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে যানজট শুরু হয়।

ধীরে ধীরে তা হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের ঘুরকা বেলতলা ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে।

সলঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আরাফাত রহমান বাংলানিউজকে বলেন, সকাল থেকে যানজট দেখা দেয়। মাঝে মধ্যে যান চলাচল স্বাভাবিক হলেও আবারও শুরু হয় যানজট। এভাবেই চলছে এ মহাসড়ক। দুপুরের পর থেকে তীব্র যানজটের কারণে মহাসড়কের একটি লেনে হাজার হাজার যানবাহন দাঁড়িয়ে রয়েছে। যাত্রী ও সাধারণ মানুষের চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ের সার্জেন্ট আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, গোলচত্বর এলাকায় মহাসড়কের সংস্কার কাজের কারণে একটি লেন বন্ধ থাকায় স্বাভাবিকভাবে যানজটের সৃষ্টি হয়। দিনভর থেমে থেমে যানজট থাকলেও বিকেলের দিকে অতিরিক্ত গাড়ির চাপে এর তীব্রতা বাড়তে থাকে।  

তবে বিকেল সাড়ে ৪টার মধ্যে মহাসড়কের কাজ শেষ হলে এক থেকে দেড়ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলেও জানান তিনি 

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।