ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

পূর্বধলায় ট্রাকচাপায় স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৮, মার্চ ১৩, ২০১৯
পূর্বধলায় ট্রাকচাপায় স্কুলছাত্রের মৃত্যু

নেত্রকোনা: জেলার পূর্বধলা উপজেলার জালশুকা রেলগেট এলাকায় ট্রাকচাপায় হাসান (৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বুধবার (১৩ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত হাসান ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার চরখালী বাজাইল গ্রামের আলী হোসেনের ছেলে।

সে ভাটিপাড়া বালার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
 
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুর রহমান জানান, হাসানসহ ফুলবাড়িয়া উপজেলার চরখালী ও ভাটিপাড়া বালার চর এলাকার ৪০/৪৫ জন শিশু-কিশোর বুধবার সকালে বাসে করে দুর্গাপুরে পিকনিক করার জন্য যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে পূর্বধলা উপজেলার জালশুকা রেলগেট এলাকায় এলে বাস থামিয়ে কয়েকজন প্রকৃতির ডাকে সাড়া দিতে নামে। হাসানও বাস থেকে নেমে রাস্তা পার হতে গেলে দূর্গাপুরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।  

ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, দুর্ঘটনার পর আশপাশের লোকজন ধাওয়া করে ট্রাকসহ চালক নাজমুল ইসলাম (২৪) ও হেলপার সাইফুল ইসলামকে (১৬) আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।