ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

ফতুল্লায় প্রেমে ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৮, মার্চ ১৩, ২০১৯
ফতুল্লায় প্রেমে ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রেমে ব্যর্থ হয়ে নিপুণ (১৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবার।

নিপুণ মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র।

বুধবার (১৩ মার্চ) সকালে ফতুল্লার ভুঁইগড় এলাকার জুয়েল মিয়ার ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।

নিপুণের বাবার নাম জুয়েল। তিনি বিদ্যুৎ মিস্ত্রি।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদ বাংলানিউজকে জানান, সকালে নিপুণ কলেজে যাওয়ার কথা ছিলো। কিন্তু সময়মতো কলেজে না যাওয়ায় ঘরের দরজায় ধাক্কা দেন নিপুণের মা লিনা আক্তার। এতে দরজা না খোলায় আশপাশের লোকজন ডাকেন তিনি। পরে জানালা দিয়ে ফ্যানের সঙ্গে নিপুণকে ঝুলতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা।

স্বজনদের বরাত দিয়ে এসআই মাজেদ জানান, নিপুণ একটি মেয়ের সঙ্গে প্রেমে ব্যর্থ হয়ে কয়েকদিন ধরে হতাশ ছিল। হতাশা থেকে সে আত্মহত্যা করেছে বলে জানা যায়। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার আবেদন করা হয়। পরে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।