ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালে বসুন্ধরা সি‌মে‌ন্টের কর্মশালা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০০, মার্চ ১৩, ২০১৯
বরিশালে বসুন্ধরা সি‌মে‌ন্টের কর্মশালা বসুন্ধরা সি‌মে‌ন্টের কর্মশালায় অতিথিরা-ছবি-বাংলানিউজ

বরিশাল: ব‌রিশা‌লে নির্মাণ‌শিল্পী‌দের দক্ষতা ও স‌চেতনতা‌কে এ‌গি‌য়ে নি‌তে ‘শৈ‌ল্পিক নির্মাণ, রাজ‌মি‌স্ত্রির অবদান’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় ব‌রিশা‌লের উ‌জিরপুরের কামি‌নি রি‌ফ্রেশ জো‌নে ‌দেশের শীর্ষস্থানীয় শিল্প‌গোষ্ঠী বসুন্ধরা সি‌মে‌ন্ট এ কর্মশালার আ‌য়োজন ক‌রে।

৬০ জন রাজমি‌স্ত্রির অংশগ্রহ‌ণে কর্মশালায় স্থাপনা নির্মাণ ও নির্মাণ সংক্রান্ত বি‌ভিন্ন পরামর্শ উপস্থাপন ক‌রেন স্থানীয় সরকার প্র‌কৌশল বিভা‌গের উজিরপুর উপ‌জেলা প্র‌কৌশলী মো. ইউনুস আলী।

বসুন্ধরা সি‌মে‌ন্টের প‌ক্ষে বা‌ড়ি নির্মাণ সংক্রান্ত বি‌ভিন্ন বিষয় উপস্থাপন ক‌রেন প্র‌কৌশলী আবুল হাসান।

বক্তারা ব‌লেন, ধারাবা‌হিক গুণগত মা‌নের জন্য বর্তমা‌নে দে‌শের সব‌চে‌য়ে আইক‌নিক প্রকল্প পদ্মাসেতু নির্মাণ প্রকল্প, পদ্মাসেতু নদী শাসন প্রকল্প, পদ্মাসেতুর অ্যা‌প্রোচ রোড, মে‌ট্রোরেল প্রকল্প, ফাস্ট ঢাকা এ‌লি‌ভে‌টেড এক্স‌প্রেসও‌য়ে প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মাতারবা‌ড়ি বিদ্যুৎ প্রকল্প, পদ্মাসেতুর রেল সং‌যোগ প্রকল্প, পায়রা সেতু, কালনা সেতু প্রকল্প, সা‌সেক রোড প্রকল্প, ভুলতা ফ্লাইওভার, কালশী ফ্লাইওভার, রূপসা রেল সেতু প্রকল্প, রামপাল বিদ্যুৎ প্রক‌ল্পের মতো বড় স্থাপনাগু‌লো‌তে ব্যবহৃত হ‌চ্ছে বসুন্ধরা সি‌মেন্ট।

কর্মশালায় অংশগ্রহণকারী স্থানীয় সুপ‌রি‌চিত রাজমি‌স্ত্রিরা বসুন্ধরা সি‌মেন্ট ব্যবহার ক‌রে তা‌দের বাস্তব কা‌জের অভিজ্ঞতা ও তা‌দের নির্ভরতার কথা উ‌ল্লেখ ক‌রেন।

এসময় আ‌রও উপ‌স্থিত ছি‌লেন বসুন্ধরা সি‌মে‌ন্টের এ‌জিএম (সাউথ উইং) জিয়ারুল ইসলাম, বসুন্ধরা সি‌মে‌ন্টের ব‌রিশাল বিভা‌গের ডি‌ভিশনাল সেলস ইনচার্জ (ডিএসআই) সঞ্জয় কুমার সরকার, ব‌রিশালের এ‌রিয়া সেলস ম্যা‌নেজার  (এএসএম) জিয়াউর রহমানসহ কর্মকর্তারা।

বাংলা‌দেশ সময়: ০০৫৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৯
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।