ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

আড়াইহাজারে তুচ্ছ ঘটনায় অটো চালকের মৃত্যু, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৬, মার্চ ১৩, ২০১৯
আড়াইহাজারে তুচ্ছ ঘটনায় অটো চালকের মৃত্যু, আটক ১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নূরে আলম ওরফে নুরা (৩৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এঘটনায় সফিকুল (২৭) নামে এক রিকশা গ্যারেজ (রিকশা মেকানিক) মালিককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের কালাপাহাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নূরে আলম ওই গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে।

আড়াইহাজার কালাপাহাড়িয়ার তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) বিজয় কুমার কর্মকার বাংলানিউজকে জানান, নূরে আলম পেশায় অটোরিকশা চালক। সন্ধ্যায় তিনি স্থানীয় সফিকের গ্যারেজে গাড়ির চাকা ঠিক করতে যান। চাকা ঠিক করাকে কেন্দ্র করে গ্যারেজ মালিক সফিকুলের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সফিকুল সজোরে ধাক্কা দিলে তিনি গাছে ওপর গিয়ে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে স্বজনরা আহতাবস্থায় নুরাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, সফিকুলকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।