ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

রাজাপুরে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৬, মার্চ ১২, ২০১৯
রাজাপুরে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় ভুল চিকিৎসায় সালমা বেগম নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। 

সালমা বেগম রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী।

মঙ্গলবার (১২ মার্চ) সকালে স্থানীয় খায়েরহাট বাজারের ‘সাইমা মেডিকেল’ নামের একটি ফামের্সিতে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর ওই চিকিৎসক ও ফার্মেসি মালিক পালিয়ে গেছেন।

গৃহবধূর স্বজনরা জানায়, সকালে সালমা তার ১১ মাসের শিশু সন্তানকে বুকের দুধ খাওয়াতে গিয়ে স্তনের অসুখে ভোগেন। এরপর স্থানীয় ফার্মেসিতে (সাইমা মেডিকেল) যান। সেখানে পল্লী চিকিৎসক মুহসিন উদ্দিন সালমার শরীরে একটি ইনজেকশন পুশ করেন। এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে দ্রুত তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ওই পল্লী চিকিৎসক ও ফার্মেসি মালিক সজিব পালিয়ে যায়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বাংলানিউজকে জানান, এ ঘটনায় কেউ এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা‌দেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।