ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

সিরাজগঞ্জ মহাসড়কে ২০ কি.মি. যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৬, মার্চ ১২, ২০১৯
সিরাজগঞ্জ মহাসড়কে ২০ কি.মি. যানজট যানজট। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক ও হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি  হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। 

মঙ্গলবার (১২ মার্চ) বেলা ১১টা থেকে পাঁচলিয়া এলাকা থেকে এ যানজট শুরু হয়। ধীরে ধীরে এর তীব্রতা বেড়ে দুপুর আড়াইটার দিকে মহাসড়কের উভয়পাশে অন্তত ২০ কিলোমিটার জুড়ে বিস্তৃত হয়।

 

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে বলেন, পাঁচলিয়া এলাকায় মহাসড়কে রাস্তার সংস্কার কাজ চলছে। সংস্কার কাজের কারণে দু’টি লেনের একটি লেন বন্ধ রয়েছে। এ কারণে সকাল থেকেই থেমে থেমে যানজট ছিল। দুপুরের পর থেকে যানজটের তীব্রতা বাড়তে থাকে। তবে হাইওয়ে পুলিশ এ যানজট নিরসনে কাজ করছে।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।