ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

অরক্ষিত রোহিঙ্গা পুনর্বাসনে শঙ্কিত নোয়াখালী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৩, মার্চ ১২, ২০১৯
অরক্ষিত রোহিঙ্গা পুনর্বাসনে শঙ্কিত নোয়াখালী

ঢাকা: নোয়াখালীর অরক্ষিত ভাসান চরে রোহিঙ্গাদের পুনর্বাসনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে নিরাপদ নোয়াখালী চাই নামে একটি সংগঠন।

মঙ্গলবার (১২ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের প্রধান সমন্বয়ক এম সাইফুর রহমান রাসেলের সভাপতিত্বে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ঢাকাস্থ নোয়াখালীর সব শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফুর্তভাবে অংশ নেন।

মানববন্ধনে সংগঠনের প্রধান সমন্বয়ক রাসেল বলেন, বিদেশে আমাদের ভাইদের ঘাম ঝরানো অর্থে রোহিঙ্গাদের বসে বসে খাওয়ানোর মতো এতো বেশি মানবতা দেখানোর প্রয়োজন নেই। আমরা অনেক মানবিক আচরণ করেছি, যা যথেষ্ট! এখন সময় এসেছে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর।

বক্তারা বলেন, নোয়াখালী হচ্ছে দেশের ঐতিহ্যবাহী জেলাগুলোর মধ্যে অন্যতম একটি। এটি বীরশ্রেষ্ঠ রুহুল আমিনসহ হাজারো জ্ঞানী-গুণীর শহর। এ জনপথকে ধ্বংস করার জন্যে একটি মহল সুপরিকল্পিতভাবে রোহিঙ্গা বসবাসের আস্তানা করে দিচ্ছে। সবারই জানা আছে, এ রোহিঙ্গা জনগোষ্ঠী কতোটা হিংস্র ও বর্বর। নোয়াখালীতে এরা কোনোভাবে ঢুকতে পারলে এ জনপথকে ইয়াবা, সন্ত্রাস আর মাদকের স্বর্গরাজ্যে পরিণত করবেন বলে আমাদের ধারণা।

এসময় তারা সরকারের পক্ষ থেকে সন্তোষজনক কোনো সমাধান না এলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ নোয়াখালীর সব থানাতে যৌথভাবে দুর্বার আন্দোলন গড়ে তোলার কথা বলেন। এছাড়া ঢাকা ও নোয়াখালীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়াসহ নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন- নিরাপদ নোয়াখালী চাই সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট শওকত উল্লাহ চৌধুরী, মো. আনোয়ার হোসেন, সমন্বয়ক মুরাদ, এস আরেফিন যোবায়ের, নোয়াখালী মেইলের সম্পাদক মো. ইমাম হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এইচএমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।