ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

ফুলবাড়ীতে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৪, মার্চ ১২, ২০১৯
ফুলবাড়ীতে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরকমন্ডল এলাকায় পারিবারিক কলহে চাচার লাঠির আঘাতে রানা মিয়া (১৫) নামে কিশোরের মৃত্যু হয়েছে।

নিহত রানা মিয়া ওই গ্রামের হালাল উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে রানার মৃত্যু হয়েছে।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোরকমন্ডল গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই গ্রামের হালাল উদ্দিনের সঙ্গে ছোট ভাই হেলাল উদ্দিনের পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হেলাল উদ্দিন লাঠি দিয়ে বড় ভাই হালাল উদ্দিনকে আঘাত করলে বাবাকে বাঁচাতে কিশোর রানা এগিয়ে যায়। এ সময় চাচা হেলালের লাঠির আঘাত রানার মাথায় লাগলে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে দ্রুত রমেক হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মহুবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বিষয়টি নিয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।