ঢাকা, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

সুন্দরগঞ্জে ট্রাক্টরচাপায় স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৪, মার্চ ১২, ২০১৯
সুন্দরগঞ্জে ট্রাক্টরচাপায় স্কুলছাত্র নিহত

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রাক্টরচাপায় আল-আমিন (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে আরও দুই শিক্ষার্থী। 

মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার সর্বনান্দ ইউনিয়নের নতুন হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

আল-আমিন উপজেলার নলডাঙ্গা কলেজপাড়ার আলাউদ্দিনের ছেলে।

সে স্থানীয় রামভন্দ্র ডিবিএইচ শিশু নিকেতনের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

সর্বনান্দ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, সকালে আল-আমিনসহ তিন শিক্ষার্থী বাইসাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল। পথে নতুন হাট এলাকায় একটি ট্রাক্টর পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আল-আমিনের মৃত্যু হয়। এসময় আহত হয় অপর দুই শিক্ষার্থী। আহতদের নাম জানা যায়নি। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম আব্দুস সোবহান বাংলানিউজকে জানান, দুর্ঘটনার প্রতিবাদে নতুনবাজার এলাকায় বেলা ১২টা পর্যন্ত বিক্ষোভ করেন স্থানীয় লোকজন। পরে তাদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।