ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

ঢাকায় যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার ডিকসন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩১, মার্চ ১১, ২০১৯
ঢাকায় যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার ডিকসন

ঢাকা: বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার হিসেবে রবার্ট চ্যাটার্টন ডিকসনকে নিযুক্ত করা হয়েছে। তিনি এলিসন ব্লেকের স্থলাভিষিক্ত হলেন।

সোমবার (১১ মার্চ) ঢাকার যুক্তরাজ্য হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এলিসন ব্লেক বাংলাদেশে তার দায়িত্ব সম্পন্ন করে অপর একটি কূটনৈতিক কার্যক্রমের দায়িত্ব নিয়েছেন।

চলতি মার্চ মাস থেকে রবার্ট চ্যাটার্টন ডিকসন যুক্তরাজ্যের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

তিনি ঢাকায় আসার আগে ব্রিটিশ ফরেন অফিসের পশ্চিম বলকান বিষয়ক কর্মসূচির অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও তিনি যুক্তরাজ্যের কাবুল মিশনের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ছিলেন। যুক্তরাজ্যের শিকাগো মিশনের কনসাল জেনারেলসহ বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯ 
টিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।