ঢাকা, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

টেকনাফে ৮ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৮, মার্চ ১১, ২০১৯
টেকনাফে ৮ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের দমদমিয়া ওমরখাল এলাকায় অভিযান চালিয়ে ৮ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। রোববার (১০ মার্চ) রাতে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

টেকনাফ-২ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আছাদুদ জামান চৌধুরী বাংলানিউজকে জানান, টেকনাফের নাফ নদী পার হয়ে দমদমিয়া ওমরখাল এলাকা দিয়ে বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে পারে, এমন সংবাদের ভিত্তিতে রাতে তার নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এসময় নৌকায় থাকা পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকা থেকে লাফিয়ে নেমে বেতবাগানের ভেতর দিয়ে পালিয়ে যায়।

 পরে ইয়াবা পাচারকারীদের ফেলে যাওয়া নৌকাটি তল্লাশি চালিয়ে ৮ লাখ ৪০ হাজার ইয়াবা পাওয়া যায়।

তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ২৫ কোটি ২০ লাখ টাকা। ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯
এসবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।