ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

বাংলাদেশের নারীরা হবে ব্রান্ড: নসরুল হামিদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩৩, মার্চ ১১, ২০১৯
বাংলাদেশের নারীরা হবে ব্রান্ড: নসরুল হামিদ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ/ছবি: বাংলানিউজ

ঢাকা: বিশ্ব বিখ্যাত ব্রান্ড আলী বাবা ডটকম এর প্রতিষ্ঠাতা জ্যাক মা’র উদ্ধৃতি দিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, নারীদের উত্থানের পেছনে বড় কারণ তারা প্যাশনেট ও বিশ্বস্ত। বাংলাদেশের নারীরা হবে বিশ্বে ব্রান্ড। এখন ঘরে নারী, আমার নেত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, আন্দোলনকারী নারী সব জায়গাতেই তারা আছেন।

রোববার (১০ মার্চ) রাতে রাজধানীর একটি হোটেলে ‘শি রকার্জ মাই-ইও উইমেন সামিট’ ও ‘শি রকার্জ মাই-ইও এসডিজি অ্যাওয়ার্ড-২০১৯’ শীর্ষক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, সারাবিশ্বেই নারীর ক্ষমতায়ন ঘটেছে।

বাংলাদেশের নারীরাও এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। সরকারের পক্ষ থেকেও নারীবান্ধব বিভিন্ন কার্যক্রম নেওয়া হচ্ছে। বাংলাদেশের নারীরা ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন কর্মকাণ্ডে প্রতিভার স্বাক্ষর রেখে বিশ্ব দরবারে দেশের মুখ উজ্জ্বল করছে। এন্টারপ্রেনার্স অর্গানাইজেশন (ইও) সব কাজে নারীদের উত্তম বিকাশে অপরিসীম অবদান রেখে চলেছে।

তিনি বলেন, নারীদের কাছে টাকা আসলে, তারা সবার আগে পরিবারের কথা ভাবে। আর পুরুষদের কাছে টাকা আসলে, তারা সবার আগে খরচ করার কথা ভাবে। আমার কাছে চাকরির জন্য যারা আসেন তারা সাধারণত নারী। তারা সবাই স্বামী বা সন্তানের চাকরির জন্য আসেন। কিন্তু পুরুষরা কখনো তার স্ত্রীর চাকরির জন্য আসে না। সব ক্ষেত্রে যেহেতু নারীরা এগিয়ে যাচ্ছে, তাহলে নারীদের কেনো আমরা ব্রান্ড হিসেবে ভাবছি না। বাংলাদেশের নারীরা একদিন ব্রান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্টারপ্রেনার্স (বিএফডব্লিউই) ও চেয়ারপারসন মিডিয়া ওয়ার্ল্ড রোকেয়া আফজাল রহমান, বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ফারজানা চৌধুরী, এন্টারপ্রেনার’স অর্গানাইজেশনের (ইও) গ্লোবাল চেয়ার রোজমেরি বুবু, ফারিয়ান ইউসুফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০২৩৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৯ 
এমএমআই/এসএ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।